নড়াইলে সাংবাদিক ও কৃষকের নামে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

0
277

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কৃষক লাঞ্চিত করার সংবাদ প্রচার করায় সাংবাদিক ও কৃষকের নামে মিথ্যা ও হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকাল ১১ টায় নড়াইল প্রেসকাবের সামনে জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষক নেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্চিত শিকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারী নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের কৃষক আলী আহমে¥দ সার কিনতে আসেন রূপগঞ্জ বাজারের সার ডিলার মোঃ হাসানুজ্জামানের ঘরে। সেখানে ওই সার ডিলারের ম্যানেজার হিরামন সার বিক্রির জন্য অতিরিক্ত টাকা দাবি করলে ওই কৃষক আরী আহম্মেদ মেমো দিতে বলেন। এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে কৃষক আলী আহম্মেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লাঞ্ছিত করা হয় ওই কৃষক কে নিয়ে নিউজ করায় সার ডিলার হাসানুজ্জামান সাংবাদিক,কৃষকসহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। যা অত্যান্ত দু:খজনক ও নিন্দীয় কাজ। কৃষকরা কখনো চাঁদার জন্য যায় না। তারা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে শরীরের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে। আর আমরা আরাম-আয়েশ করে কৃষকের সেই উৎপাদিত ফসল ভোগ করি। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। আওয়ীলীগের ভাবমূর্তি ন্ন করতে হাসানুজ্জামান সরকারের ভাবমূতি নষ্ট করছে। এর আগেও হাসানুজ্জামানের বিরুদ্ধে সার কেলেংকারীর ঘটনা রয়েছে। অবিলম্বে অভিযুক্ত সার ডিলার হাসানুজ্জামানের সার ডিলার বাতিল, কৃষক ও সাংবাদিকদের নামে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামীতে সারাদেশে ব্যাপী আন্দোলন গড়ে তোলার হুমকী দেন। উল্লেখ্য, নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ ‘নড়াইল কণ্ঠ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমান , সাংবাদিক আনিস ,কৃষক আলী আহম্মদ, খন্দকার শাহেদ আলী শান্ত সহ ৫জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মোঃ হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইবুনালে এ মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here