মাসুদ রানা,মোংলা ঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দামে অসহায় হয়ে পড়েছে সাধারন মানুষ। দু- তিনদিনের ব্যবধানে মোংলা বাজারে কাঁচা সবজির দাম বেড়ে দ্বিগুন হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে দাম। মোংলা পৌর শহরের প্রধান বাজার ঘুরে দেখা গেছে, রমজান মাসকে কেন্দ্র করেই বাড়ানো হয়েছে প্রতিটি সবজি ও নিত্যপণ্যের দাম। বাজারে স্থানীয় প্রশাসনের কোন নজরদারি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্রেতারা। মোংলার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, তিন আগেও প্রতি হালি কলা ২০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের কেজি ৩০ টাকা থেকে বেড়ে ৭০-৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজি ২০ টাকা হলেও বর্তমানে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকার কাঁচা মরিচ ও করলা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। রমজান উপলে মাছের বাজারেও প্রভাব পড়েছে। প্রতি কেজি পাঙাস ১২০ টাকা হলেও বর্তমানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়াও অন্যান্য মাছের দামও বেড়েছে। রমজান উপলে দেশী মুরগী, ব্রয়লার ও লেয়ারসহ অন্যান্য প্রজাতির মুরগীর দাম কেজি প্রতি ১০-২০ পর্যন্ত বেড়েছে। তবে ভিন্নচিত্র দেখা গেছে মোংলা শহরের বাইরে অবস্থিত কাঁচাবাজার গুলোতে। স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় আলু, শশা, করলা, জিঙা, টমেটো, ঢেড়শ কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে। এদিকে সবকিছুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। মাংসের দাম বাড়ানোর পিছনে শক্তিশালী সিন্ডিকেট রয়েছে অভিযোগ করেছেন ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ, পাইকারদের সঙ্গে যোগসাজশে স্থানীয় সিন্ডিকেট চক্রই পণ্যের দাম বাড়িয়েছেন। এ নিয়ে ােভ রয়েছে ক্রেতাসাধারণের। এ বিষয়ে জানতে চাইলে মোংলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জি এম আলামিন বলেন, পৌরসভার মাসিক সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদপে গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে পৌর কর্তৃপ বাজার মনিটরিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রতিটি দোকানে নিত্যপণ্যের তালিকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা কেউ না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, দ্রব্যমূল্যের উর্ব্বমূখী রোধে আমরা দু- একদিনের মধ্যেই পুলিশ নিয়ে অভিযানে নামবো। সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর পায়তারা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
চৌগাছায় কলেজের সামনে পৌরসভার ময়লার স্তূপ, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের সামনেই গড়ে উঠেছে পৌরসভার বিশাল ময়লার স্তূপ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজের...
বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী...
নড়াগাতির পাখিমারা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক
মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ রাজু...
ডুমুরিয়ায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নেই মূল্য তালিকা,তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম নিচ্ছেন...
ফরিদুল ইসলাম খান, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি : প্রতি বছর রমজান মাস এলেই সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বহুগুনে বেড়ে যায়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিত্যপন্যের...
যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাবা মা...
শহিদ জয়, যশোর : যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন৷ নিহত তিন জনের...