স্টাফ রিপোর্টার : বারি উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক এক কর্মশালা গত ২ এপ্রিল সকালে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরে আর এ আর এস সেমিনার কে অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কাওছার আহমেদ। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান,আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড,মোঃ আশরাফুল আলম প্রমুখ।
সার্বিক কর্মশালাটি সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। কর্মশালায় কৃষিপণ্য চাষাবাদ উন্নয়নমুখী করে তোলার ব্যাপারে বিভিন্ন ফুটেজ প্রদর্শনী করা হয়।