যশোরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনারকে মারধর থানায় অভিযোগ

0
346

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পালবাড়ি গাজিরঘাট এলাকার মো: জহুরুল হকের স্ত্রী ফিরোজা পারভিন রিক্তাকে মারধর করার অভিযোগ উঠেছে। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে প্রশিক্ষক হিসেবে কর্মরত। জানা গেছে, স্থানীয় ওমর আলীর ছেলে মুকুল ড্রাইভার,বিপুল, মোঃ পিকুল, ভাই রবি ও আজিজসহ কয়েকজন মিলে তাদেরকে বেধরক মারধর করে। ভুক্তভোগী নারী ফিরোজা পারভিন রিক্তা অভিযোগে বলেন, আসামীরা জবরদখল ভুমি দস্যুকারী, দাঙ্গাবাজ । আমি আয়শা পল্লিতে ভাড়াবাসায় বসবাস করছি এবং ওই ঠিকানায় আমি জমি ক্রয়ের পর থেকেই কারনে অকারনে আসামীরা আমাদের বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসলেও আমরা ভয়ে মুখ খুলিনি। পহেলা এপ্রিল দুপুরে আসামীরা সেখানে এসে আমাদের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের বাড়ির কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ অবস্থায় আমি ও আমার স্বামী বাঁধা দিতে গেলে আসামীরা আমাদের দুজনকে এলোপাতারীভাবে মারধর শুরু করে । এছাড়াও দেশীয় অ¯্র বাঁেশর লাঠি দিয়ে শরিরের ভিভিন্ন স্থানে জখম করে । ভুক্তভোগী নারী আরো জানান, আসামীরা আমার পরিহিত কাপড় টানাটানি করে শীলতাহানীর করে। এসময় আমাদের চিৎকারে স্থানীয় লোকজন আসলে তারা পরাবর্তিতে আমাদের খুনজখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপরে স্থানীয়দের সহযোগিতায় আমরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here