স্টাফ রিপোর্টার : যশোরের একটি প্রাইভেট হাসপাতাল থেকে ব্যবসায়ী নিখোঁজের দু’দিন পর ওই হাসপাতাল থেকেই লাশ উদ্ধার করা হয়েছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে নিখোঁজ হওয়ার পর শনিবার (০২ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মফিজুর রহমান শেখ’র (৬৫) বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামে। লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ পঙ্গু হাসপাতালের ম্যানেজারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। যশোর কোতোয়ালি মডেল থানা সূত্র জানায়, ঝিনাইদহের কালীগঞ্জের বাসিন্দা ব্যবসায়ী মফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতাল থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার ছেলে শেখ সোয়েব উদ্দীন যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। এই জিডির সূত্র ধরে ব্যবসায়ীর সন্ধানে শনিবার দুপুরে হাসপাতালে তল্লাশিকালে লিফট’র নিচে বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মফিজুর রহমানকে হত্যার পর লাশ লিফ্ট’র তালা খুলে বেজমেন্টে ফেলে রাখা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই ওমর ফারুক। লাশ উদ্ধারের পর পুলিশ পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান, লিফ্টম্যান জাহিদ গাজী ও আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর আগে মফিজুর রহমান নিখোঁজের ঘটনায় ছেলে শেখ সোয়েব উদ্দীন জিডিতে উল্লেখ করেন, তার দাদি আছিয়া বেগম (৯০) পঙ্গু হাসপাতালের সপ্তম তলায় ভর্তি আছেন। গত ৩১ মার্চ তার পিতা মফিজুর রহমান পঙ্গু হাসপাতালে যান। তিনি দাদির কাছে তার পিতাকে বসিয়ে রেখে নিচে যান প্রয়োজনীয় কাজে। কিছু সময় পর তার পিতা ওই রুম থেকে বের হন। এরপর দুপুর ২টার দিকে তিনি গিয়ে দেখেন তার পিতা সেখানে নেই। অনেক সময় পার হলেও তার কোন দেখা মেলেনি। তিনি তার পিতার মোবাইল নম্বরে কল করেন। কিন্তু ফোন রিসিভ করেননি। পরে রাতে ফোন বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পিতার খোঁজে তিনি কোতোয়ালি থানায় একটি জিডি করেন। এদিকে লাশ উদ্ধারের পর নিহত মফিজুর রহমানের শ্যালকের ছেলে শেখ সাইফুল ইসলাম অভিযোগ করেন, নিখোঁজের পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে দুর্ব্যবহার করেছে। তার ফুপা’র সন্ধানে কোনো ধরণের সহযোগিতা করেনি। বরং বলছে, নিখোঁজের একদিন আগে থেকে তাদের হাসপাতালের সিসিটিভি’র হার্ডডিস্ক নষ্ট হয়ে গেছে। নিহতের স্বজনরা হত্যাকা-ের পেছেন হাসপাতালসংশ্লিষ্টদের জড়িত থাকার অভিযোগ করছেন। এ প্রসঙ্গে পঙ্গু হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আব্দুর রউফ সাংবাদিকদের বলেছেন, ওই ব্যক্তি কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের পর জানা যাবে। আর পুরো ঘটনাটি প্রশাসনের তদন্তাধীন। তদন্ত শেষ হলে সব কিছু জানা যাবে।
তালা থেকে কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ পাইকগাছার আগড়ঘাটায় উদ্ধার
কাজী লিয়াকত হোসেন,তালা : সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার সকালে খুলনার...
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় দোয়া অনুষ্ঠানে ড. লায়ন ফরিদুল ইসলাম— বিএনপি...
মোংলা প্রতিনিধি : মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী বলেছেন, লায়ন ড. ফরিদুল ইসলাম বিএনপির পক্ষ থেকে জাতীয়...
নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌগাছায় পুলিশের কঠোর নিরাপত্তা ও চেকিং
চৌগাছা পৌর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি কার্যক্রম...
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় দুইটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা...
যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের...















