কালিগঞ্জে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে রমজানের তোহফা বিতরণ

0
158

আব্দুল করিম মামুন হাসান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ দুস্থ প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছওয়াব এনজিও এর প থেকে রমজানের তোহফা বিতরণ করা হয়েছে। গেল ২রা এপ্রিল রোজ শনিবার ও ৩রা এপ্রিল রোজ রবিবার সাতীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাই স্কুলের মাঠে ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর আলী মহিলা কলেজে এই রমজানের তোহফা বিতরণ করা হয়েছে জানালেন আয়োজক কমিটি ।ছওয়াব এনজিও একটি আন্তজার্তিক দাতা সংস্থা । এই তোহফা বিতরণ অনুষ্ঠানে প্রথম দিনে সভাপতিত্ব করেন নলতা হাই স্কুলের প্রধান শিক মোনায়েম হোসেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী ভুমি কর্মকর্তা রোকনুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনিছুজ্জামান খোকন সভাপতি নলতা ইউনিয়ন আওয়ামীলীগ,সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমূখ। ২য় দিনে ছওয়াব দাতা সংস্থার প থেকে রমজানের তোহফা বিতরন করা হয়েছে কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামীর স্বপ্ন এনজিও এর সভাপতি আমজাদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুলিয়ার চেয়ারম্যান জাফরুল্লাহ বাবু। কালিগঞ্জ প্রেস কাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, প্রায় এক হাজার অসহায় এতিম, দুস্ত পরিবারের মাঝে ছওয়াব এনজিও এর প থেকে এ রমজানের তোহফা খাদ্য বিতরণ করা হয়েছে।উল্লেখ্য প্রতি প্যাকেটে চাল,ডাল, তেল লবন, খেজুর , ছোলা ,আটা,চিনি বিতরন করা হয়েছে জানালেন আয়োজক কমিটি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছওয়াবের হেড অব দা মনিটরিং এস এম উমদাদুল ইসলাম,ছওয়াবের প্রগ্রাম অফিসার সিরাজুল ইসলাম।সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছওয়াবের হেড অব এ্যাডমিন আমজাদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here