পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার কুমখালী সিমান্তে কয়রার হড্ডায় ১২ বিঘার চিংড়ি ঘেরে মাছ ছাড়ায় বাঁধা দিয়ে অবৈধ দখল চেষ্টার অভিযোগ উঠেছে। কুমখালীর বাসিন্দা সাবেক ইউপি সদস্য বিপুল কুমার মন্ডল অভিযোগ করেন শুক্রবার সকালে ভাইপো নব কুমার আমার চিংড়ি ঘেরে মাছের পোনা ছাড়তে গেলে হড্ডার প্রকাশ সরকার,কৌশিক,দিগন্ত ও কমলেশ সরকার দিংরা বাঁধা দিয়ে ত্রাস সৃষ্টি করে ঘের দখলের হুমকি দিলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শ্রক্রবার দুপুরে ষরেজমিনে পৌছালে স্থানীয়া জানান, কয়রার হড্ডায় এস,এ ৩৭০ ও,ডিপি- ৯৩৯ খতিয়ানের এসএ ৯১২,৯১৩ সহ বিভিন্ন দাগে ৩৫ একর জমির মধ্যে ৩ একর ৯৭ শতক জমি নিয়ে গড়ইখালী ইউপির দনি কুমখালীর মৃতঃ রণজিৎ মন্ডলের ছেলে বিপুল মন্ডল পরিবার ও উত্তর হড্ডার ফনিন্দ্র সরকারের ছেলে প্রকাশ, রুপক দিংদের সাথে েিব্রাধ চলে আসছিল। এ বিষয়ে সর্বশেষ বিপুল মন্ডল প্রতিকার পেতে প্রতিপ রুপক সরকার,সেবক,প্রকাশ ও কমলেশ সরকারের বিরুদ্ধে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আভিযোগ করেন। অভিযোগের প্রেেিত আদালতে দু’পরে মধ্যে শুনানি হয় । ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী গত ১১ ফ্রেঃ স্বারিত শালিস নামায় উল্লেখ করেন উল্লেখিত দাগ খতিয়ানের ১২ বিঘা জমি গত ৫-৭-৭৩ সালে দঃ কুমখালীর রণজিৎ মন্ডল ও স্ত্রী সুধারানী দম্পত্তি ৩৯৫৪ কোবলা দলিলে খরিদ করেন। যা বর্তমান জরিপে তাদের নামে রেকর্ড হয়েছে । কিন্তু কয়েক বছর যাবত বিবাদী রুপক দিংরা অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত ড্রিগ্রী দাবী করে অবৈধ ভাবে ভোগ-দখল কর আসছিল। গ্রাম আদালতের এমন সিদ্ধান্তের পর রুপক- প্রকাশ দিংরা তাদের ঘের থেকে ১২ বিঘা জমি পৃথক করে দিলে বিপুলের পরিবার আলাদা বাঁধ-বন্দি দ্বারা চিংড়ি ঘের করে মাছের পোনা ছাড়েন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য বিপুল মন্ডল জানান,চেয়ারম্যানের সালিশী রায়ের পর আমি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে ঘের পরিচালনা করছি । তিনি অভিযোগ করেন শুক্রবার সকালে ভাইপো নবকুমার ঘেরে মাছের পোনা ছাড়তে গেলে রুপক- প্রকাশ সহ কৌশিক সহ কয়েকজন বাঁধা দিয়ে ত্রাস সৃষ্টি করে ঘের দখলের হুমকি দিয়ে য়-তি করে চলে আসে। এ অভিযোগ সম্বন্ধে কৌশিক জানান,এ চিংড়ি ঘেরের জমি প্রকাশ-রুপক সরকার দিংদের কাছ থেকে ডিড নিয়েছি। এর বাহিরে কিছু বলতে চাননি।
চৌগাছায় কলেজের সামনে পৌরসভার ময়লার স্তূপ, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের সামনেই গড়ে উঠেছে পৌরসভার বিশাল ময়লার স্তূপ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজের...
বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী...
নড়াগাতির পাখিমারা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক
মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ রাজু...
ডুমুরিয়ায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নেই মূল্য তালিকা,তদারকি না থাকায় ইচ্ছে মতো দাম নিচ্ছেন...
ফরিদুল ইসলাম খান, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি : প্রতি বছর রমজান মাস এলেই সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বহুগুনে বেড়ে যায়। ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিত্যপন্যের...
যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন বাবা মা...
শহিদ জয়, যশোর : যশোরে ঝিকরগাছায় ব্যাটারি চালিত ভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২ জন৷ নিহত তিন জনের...