পাইকগাছা-কয়রা সিমান্তে চিংড়ি ঘের দখল চেষ্টার অভিযোগ

0
126

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার কুমখালী সিমান্তে কয়রার হড্ডায় ১২ বিঘার চিংড়ি ঘেরে মাছ ছাড়ায় বাঁধা দিয়ে অবৈধ দখল চেষ্টার অভিযোগ উঠেছে। কুমখালীর বাসিন্দা সাবেক ইউপি সদস্য বিপুল কুমার মন্ডল অভিযোগ করেন শুক্রবার সকালে ভাইপো নব কুমার আমার চিংড়ি ঘেরে মাছের পোনা ছাড়তে গেলে হড্ডার প্রকাশ সরকার,কৌশিক,দিগন্ত ও কমলেশ সরকার দিংরা বাঁধা দিয়ে ত্রাস সৃষ্টি করে ঘের দখলের হুমকি দিলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শ্রক্রবার দুপুরে ষরেজমিনে পৌছালে স্থানীয়া জানান, কয়রার হড্ডায় এস,এ ৩৭০ ও,ডিপি- ৯৩৯ খতিয়ানের এসএ ৯১২,৯১৩ সহ বিভিন্ন দাগে ৩৫ একর জমির মধ্যে ৩ একর ৯৭ শতক জমি নিয়ে গড়ইখালী ইউপির দনি কুমখালীর মৃতঃ রণজিৎ মন্ডলের ছেলে বিপুল মন্ডল পরিবার ও উত্তর হড্ডার ফনিন্দ্র সরকারের ছেলে প্রকাশ, রুপক দিংদের সাথে েিব্রাধ চলে আসছিল। এ বিষয়ে সর্বশেষ বিপুল মন্ডল প্রতিকার পেতে প্রতিপ রুপক সরকার,সেবক,প্রকাশ ও কমলেশ সরকারের বিরুদ্ধে মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আভিযোগ করেন। অভিযোগের প্রেেিত আদালতে দু’পরে মধ্যে শুনানি হয় । ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী গত ১১ ফ্রেঃ স্বারিত শালিস নামায় উল্লেখ করেন উল্লেখিত দাগ খতিয়ানের ১২ বিঘা জমি গত ৫-৭-৭৩ সালে দঃ কুমখালীর রণজিৎ মন্ডল ও স্ত্রী সুধারানী দম্পত্তি ৩৯৫৪ কোবলা দলিলে খরিদ করেন। যা বর্তমান জরিপে তাদের নামে রেকর্ড হয়েছে । কিন্তু কয়েক বছর যাবত বিবাদী রুপক দিংরা অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত ড্রিগ্রী দাবী করে অবৈধ ভাবে ভোগ-দখল কর আসছিল। গ্রাম আদালতের এমন সিদ্ধান্তের পর রুপক- প্রকাশ দিংরা তাদের ঘের থেকে ১২ বিঘা জমি পৃথক করে দিলে বিপুলের পরিবার আলাদা বাঁধ-বন্দি দ্বারা চিংড়ি ঘের করে মাছের পোনা ছাড়েন। এ বিষয়ে সাবেক ইউপি সদস্য বিপুল মন্ডল জানান,চেয়ারম্যানের সালিশী রায়ের পর আমি বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে ঘের পরিচালনা করছি । তিনি অভিযোগ করেন শুক্রবার সকালে ভাইপো নবকুমার ঘেরে মাছের পোনা ছাড়তে গেলে রুপক- প্রকাশ সহ কৌশিক সহ কয়েকজন বাঁধা দিয়ে ত্রাস সৃষ্টি করে ঘের দখলের হুমকি দিয়ে য়-তি করে চলে আসে। এ অভিযোগ সম্বন্ধে কৌশিক জানান,এ চিংড়ি ঘেরের জমি প্রকাশ-রুপক সরকার দিংদের কাছ থেকে ডিড নিয়েছি। এর বাহিরে কিছু বলতে চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here