ট্রেন দুর্ঘটনায় হাত হারানো ওসমানের পাশে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান

0
203

নিজস্ব প্রতিবেদক: যশোরের জেলা প্রশাসক ও সেচ্ছাসেবী সংগঠন বিবেক’র যৌথ তৎপরতায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রেন দুর্ঘটনায় আহত ওসমান আলী(২২)। ফেজবুকে আহত ওসমান আলীর ২৫ সেকেন্ডের একটি ভিডিও মুহুর্তে ভাইরাল হয়। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ওই আহত ব্যক্তির চিকিৎসার ভার নিজের কাঁধে নেন। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন ডিসি। রবিবার যশোর সদরের বসুন্দিয়ায় ট্রেন দুর্ঘটনায় এক হাত হারান ওসমান আলী। পরে স্থানীদের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে হাসপাতালের বাথরুমের সামনে রেখে দেওয়া হয় অজ্ঞাতনামা হিসাবে। হঠাৎ বিষয়টি নজরে আসে সেচ্ছাসেবী সংগঠন বিবেকের সদস্যদের । পরে তাৎনিক তারা অক্সিজেন, ঔষধ, চিকিৎসাসহ সকল দায়িত্ব নেন । তখনো তার পরিচয় পাওয়া যায়নি। বিশেষ করে ঘটনাটি সকলের সামনে আনেন সংগঠনের দপ্তর সম্পাদক এ্যান্টনি দাস অপু । আহত ওসমান আলীর হাসপাতালের মেঝেতে থাকা অবস্থার ২৫ সেকেন্ডের একটি ভিডিও করা হয়। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে মুহুর্তের মধ্যে ভাইরাল হয় । ভিডিওটি জেলা প্রশাসকের নজরে আসলে তিনি বিষয়টি গুরুত্ব¡ দিয়ে হাসপালাতের সুপারের সাথে কথা বলে দ্রুত তার উন্নত চিকিৎসা প্রদানের জন্য ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেন এবং চিকিৎসার দায়ভার নিজের কাধে তুলে নেন। এর মধ্যে সংগঠনটি দুর্ঘটনায় আহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাসপাতালে আসতে বলে। আহত ওসমান ও তার পরিবারের এক সদস্য বর্তমানে ঢাকায় । এ বিষয়ে জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান জানান, তার উন্নত চিকিৎসা প্রদানের জন্য আহত ওসমানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । তার চিকিৎসার দায়ভার যশোর জেলা প্রশাসন গ্রহন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here