তালা উপজেলা বিএনপি যুবদলের উদ্যোগে জেলা কমিটির কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

0
323

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন গতকাল দুপুর ২টায় মেহগনির কাননে সাতক্ষীরা জেলা যুবদলের কর্মকান্ডের বিরুদ্ধে তালা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন যুবদল নেতা বাচ্চু, সরুলিয়া ইউনিয়ন যুবদল নেতা সোহাগ, জাহাঙ্গীর হোসেন লাকি, সরদার শরিফুল ইসলাম, গাজী আব্দুল আলিম মাহবুব হোসেন, স্বাধীন, খলিষখালী ইউনিয়ন যুবদলের নেতা মেহেদী হাসান, ইসলামকাটী ইউনিয়ন যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, তালা সদর যুবদল নেতা সাইদুর রহমান সাইদ, মাগুরা ইউনিয়ন যুবদল নেতা শাহিন হোসেন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারন সম্পাদক মুকুল কালো টাকার বিনিময়ে তালা উপজেলার ১২টি ইউনিয়নে কমিটি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সাথে জেলার যুবদলের এই দুই নেতাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। প্রতিবাদ সমাবেশ চলাকালে সাতক্ষীরা জেলা যুবদলের ঐ দুই নেতার কুশপত্তিলিকা দাহ্য করে তালা উপজেলা যুবদলের তৃনমূলের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here