পাইকগাছার বাইনবাড়িয়ায় বড় ঠাকুর পূজা উপলে প্রাচীন ঐতিহ্য ঘৌড় দৌড় অনুষ্ঠিত

0
254

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বাইনবাড়ীয়াতে শ্রী শ্রী বড় ঠাকুর (শনি পূজা) উপলে প্রাচীন ঐতিহ্য ঘৌড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বাসির উদ্যোগে আয়োজিত এ পূজা উপলে উত্তর বাইনবাড়ীয়া মিস্ত্রীর চকে ৩ দিনব্যাপী আয়োজিত কর্মসুচির সমাপনী দিন সোমবার এ দৌড় সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা শেষে আযোজক কমিটির সভাপতি কলেজ শিক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু। প্রধান শিক বিভাষ চন্দ্র বাছাড়ের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা আনন্দ কুমার মন্ডল, অবঃ শিক অনিল কৃষ্ণ মন্ডল, ভূমি দাতা বিরিঞ্চি লাল রায,প্রভাষক ব্রজেন্দ্র নাথ বাছাড়,স্বপন কুমার মন্ডল, কিশোরী লাল মন্ডল,বিকাশ মন্ডল,অসিত মন্ডল,ল²ীকান্ত সানা,উজ্জ্বল সানা,গনেশ মন্ডল,দীলিপ সানা,কুমারেশ মন্ডল,ঠাকুর দাশ সানা,সঞ্জিব মিস্ত্রী,ইউপি সদস্য আয়ুব আলী, স্বপন কুমার মন্ডল, মনিষ মন্ডল,ট্রিপল কান্তি বাছাড়,পুলকেশ মিস্ত্রী,সুভাষ সরদার সহ অনেকে। এ উপলে পুজা অর্চনা,প্রসাদ বিতরন,ধর্মীয় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here