পাইকগাছায় আদালতের আদেশ উপক্ষো করে কমিটি করায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ

0
250

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার কুমখালী বিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দাতা সদস্য বাদ রেখে কমিটি করায় প্রধান শিকিা র বিরুদ্ধে অভিযোগ দায়ের। তদন্ত সম্পন্ন করেছেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ জয়নাল আবদীন। অভিযোগ ও তদন্ত প্রতিবেদন সুত্রে জানা যায়, উপজেলার কুমখালী বিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিকিা কবিতা বালা সরদার আদালতের আদেশ উপো করে গোপনে বিদ্যালয়ের কমিটি ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তুতি নিলে প্রধান শিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন আদালতের আদেশ মোতাবেক দাতা সদস্যের হকদার কৌস্তভ রঞ্জন সানা। গত ০৪/০৬/২০১৫ তারিখে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতের দেঃ ৩৮/০২ নং মামলায় বিজ্ঞ আদালত চিত্ত রঞ্জন সানাকে আমৃত্য দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করার আদেশ দেন। তার মৃত্যুর পর তার ওয়ারেশ এই পদ মর্যাদা ভোগ করার আদেশ দেন। কিন্তু চিত্ত রঞ্জন সানা মৃত্যুবরণ করলে একমাত্র ওয়ারেশ কৌস্তভ রঞ্জণ সানাকে দাতা সদস্য না করে প্রধান শিকিা কবিতা বালা সরদার আদালতের আদেশের তোয়াক্কা না করে দাতা সদস্য বাদেই গত ১৭/৩/২২ তারিখে সভাপতি পদে নির্বাচনের চেষ্টা করলে কৌস্তভ রঞ্জণ সানা কমিটি বাতিল চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলে, আবেদনটি তদন্ত সাপেে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ জয়নাল আবেদীন বরাবর হস্তান্তর করেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ জয়নাল আবদীন গত ইং ২২/৩/২২ তারিখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকল শিক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে তদন্ত কাজ সম্পন্ন করেন। পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ জয়নাল আবদীন তার প্রতিবেদন উল্লেখ করেছেন আদালতের আদেশ অমান্য করে দাতা সদস্যকে অবহিত না করে বা ভোটার তালিকায় দাতা সদস্যের নাম অন্তর্ভুক্ত না করে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পূর্ণ অবৈধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here