বটিয়াঘাটায় চোরের উপদ্রব বৃদ্ধি

0
185

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় দফায় দফায় চুরি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মাঝে চরম ােভের সঞ্চার হয়েছে। বিশেষ করে বাসা-বাড়িতে চুরি ও গরু চুরি প্রকট আকার ধারণ করেছে। গত কয়েক মাস যাবত এ চুরি সংঘটিত হয়ে চললেও আজও অবধি চুরি সংঘটিত হওয়ার নেপথ্যে কে বা কারা জড়িত কোন কু উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি কোন আসামীকেও আটক করতে পারেনি। গতপরশু রবিবার দিবাগত রাতে উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের ল্মীখোলা গ্রামের একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক সুশান্ত কুমার ঘোষের বাড়ীর গোঁয়াল ঘর থেকে শিঁকল কেঁটে একটি উন্নত জাতের বকনা গরু চুরি করে নিয়ে যায় চোর চক্র। পরদিন সকালে গৃহকর্তা ঘুম থেকে উঠে দেখে গোঁয়ালে গরু নেই। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধ লাধিক টাকা। দিনের পর দিন দফায় দফায় এ ধরনের চুরি বেড়ে যাওয়ায় জনমনে চরম ােভের সৃষ্টি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here