আশাশুনিতে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি মমিনুল ইসলাম: মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সকলকে সজাগ থাকতে হবে

0
212

এম,এম সাহেব আলী আশাশুনি (সাতক্ষীরা) থেকে ঃ আইন শৃংখলা রক্ষায় অপরাধ কর্মকান্ড দমনে গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সকল বিষয়ে সজাগ থাকতে হবে। জনগনের সেবায় পুলিশকে নিরলস ভাবে কাজ করতে হবে। এলাকা থেকে কোন ব্যাপারে থানাতে ফোন করলে যত ব্যস্ততায় থাক না কেন দ্রæত ঘটনাস্থলে পৌছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে হবে। গুরুত্বের সাথে তদন্ত করে আসল ঘটনা উদ্ঘাটন পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। একজন অপরাধী ও যদি বাধ যায় তাহলে খেয়াল রাখতে হবে যাহাতে কোন নির অপরাধী মানুষ হয়রানী না হয়। বুধবার দুপুরে থানা চত্বরে উপজেলার ১১টি ইউনিয়নের গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ন্যায় নিষ্ঠাবান সদলাপি, মাদক ও সন্ত্রাসীদের আতংক আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম পিপিএম আরও বলেন বর্তমান পুলিশের সেবার মান অনেক ভাল হয়েছে। জনগন চায় সে কোন সমস্যায় পড়লে বন্ধু রুপে পুলিশ যেন তার পাশের্^ থাকে। তিনি গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন ইতিমধ্যে এলাকায় টুকিটাকি চুরির ঘটনা ঘটছে। কারা এ চুরির সাথে জড়িত এলাকার লোক নাকি বাহির থেকে এসে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাহা খেয়াল রাখতে হবে। যাতে এলাকার মানুষ নিশ্চিন্তায় শান্তিতে ঘুমাতে পারে তাদের জান ও মালামাল রক্ষিত থাকে সে ব্যাপারে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশদেরও কাজ করতে হবে। বর্তমানে মাদক আমার থানা পুলিশের কঠোর পরিশ্রম আর সাহসী ভুমিকার কারনে আপনাদের আন্তরিক সহযোগিতায় দমন হয়েছে। অনেক কুখ্যাত মাদক ব্যবসায়ী ইতিমধ্যে গ্রেফতার হয়ে জেল হাজতে বন্ধি রয়েছে ফলে এলাকার মাদকের বেচা কেনা কিছুটা হলেও বন্ধ হয়েছে। যাতে আগামীর ভবিষ্যত যুব সমাজকে এ ভংকার মরন ছোবল থেকে রক্ষা করা যায় সেজন্য আমাদের সকলের কাজ হবে মাদক মুক্ত সমাজ গড়ার কাজে নিয়োজিত থাকা। যদি এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলে এ উপজেলা অচিরেই মাদক মুক্ত উপজেলা গঠন করা সম্ভব হবে তাই সকলের প্রতি আহবান জানাচ্ছি মাদক, সন্ত্রাস সহ অন্যান্য অপরাধ দমনে থানা পুলিশকে আপনারা আন্তরিক ভাবে সহযোগীতা করার। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, এসআই আজিজুল ইসলাম, ফকির জুয়েল রানা, নবাব আলী, আমিনুল ইসলাম, গাজী নুরুননবী, মিঠুন মন্ডল, আবু হানিফ, হাবিবুর রহমান, মহিতুর রহমান মহিত, অভিক বড়াল, এএসআই রিয়াজ উদ্দীন, আসাদুজ্জামান আসাদ, মারুফ হোসেন, মোস্তাক আহম্মেদ, আব্ধুল জব্বার, তপন কুমার, আশাশুনি রিপোটার্স কাবের সহ-সভাপতি এম.এম সাহেব আলী সহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here