আশাশুনির বড়দলে ধর্ষনের চেষ্টা ও গৃহবধুকে মারপিট করে আহত করার ঘটনায় আদালতে মামলা সিআইডির পুলিশ পরিদর্শকের ঘটনাস্থল পরিদর্শন

0
199

এম,এম সাহেব আলী আশাশুনি (সাতক্ষীরা) থেকে ঃ আশাশুনির বড়দলে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ ও বেপোরোয়া মারপিট করে গৃহবধুকে আহত করার ঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বতর্মানে সিআইডি সাতক্ষীরার হাতে ঘটনার তদন্ত সম্পন্ন। এ ঘটনাটি ঘটেছে ২৪/২/২২ তারিখে রাত আনুঃ ৮টার সময় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে ভিক্টিমের বসত বাড়ীতে । আদালতের মামলা সুত্রে জানাগেছে গোয়ালডাঙ্গা গ্রামে ভূমিহীন আনিছ গাজী স্ত্রী সালমা খাতুনকে একই গ্রামের মৃত ওমর আলী গাজীর পুত্র আব্দুল খালেক গাজী কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ঘটনার দিন রাতে সালমার স্বামী ও সন্তান বাড়ীতে না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করাসহ ধর্ষনের চেষ্টাকারী খালেককে খাটের উপর থেকে ফেলে দিয়ে গৃহ বধু বাহিরে বের হয়ে দরজায় শিকল লাগিয়ে তাকে আটক করে চিৎকার দিতে থাকে। ্ সেময় এলাকার লোকজন আসার আগেই ধর্ষনকারীর ভাই আঃ হামিদ গাজী ও হান্নান গাজী ঐ বাড়ীতে এসে ঘরের দরজা ভেঙ্গে ভাইকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় গৃহ বধু সালমা বাধা দিলে তাকে বেপোরোয়া মারপিট করে আহক করে। এ সময় আশপাশের লোকজন উপস্থিত হলেও তাদের ভয়ঙ্কার উগ্র মেজাজ দেখে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। আহত সালমা খাতুন আশাশুনি হাসপাতালে ৭দিন চিকিৎসাধীন থাকার পর একটু সুস্থ হয়ে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু ট্রাইবুনালে ৯০/২২নং মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডি সাতক্ষীরাকে তদন্ত পূর্বক আদালতে দাখিলের নির্দেশ দেন। গতকাল দুপুরে সিআই ডি সাতক্ষীরা পুলিশ পরিশর্দক মোঃ মারফত আলী আদালতে নির্দেশে মামলাটি তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here