ডুমুরিয়ায় একেবিকে স্কুলে বিষ্ণুপদ মন্ডল সভাপতি নির্বাচিত

0
208

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া: ডুমুরিয়ায় একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামীলীগ নেতা বিষ্ণুপদ মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার আটলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিা অফিসার শেখ ফিরোজ আহমেদের অফিস কে ওই বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক সদস্য,দাতা এবং শিক প্রতিনিধি সহ ৯জনের সর্মাথনে তিনি ৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর পে সুকৃতি রঞ্জন সরকার পান ৪ ভোট। কমিটির অন্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য দেবাশীষ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, প্রজিত কুমার বিশ্বাস, দেবব্রত মন্ডল, সংরতি মহিলা বিদ্যা রানী মন্ডল, দাতা সদস্য পরিমল কুমার রায়, শিক প্রতিনিধি রবীন্দ্রনাথ মন্ডল, ভবতোষ তরফদার ও মিসেস মোবাশ্বেরা। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক বিপিন বিহারী মন্ডল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here