মেডিকেল পড়ার সুযোগ হলেও অর্থাভাবে শঙ্কিত বাঘারপাড়ার দেবনাথ

0
275

বাঘারপাড়া(যশোর)থেকে আজম খান: স্বপ্ন পূরনে এগিয়ে মেডিকেলে ভর্তি সুযোগ পেলেও বাঘারপাড়ার দরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্র দেবনাথ পড়ার খরচ চালানো নিয়ে শঙ্কিত। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তার। স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে গেল সে। মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিাবর্ষের এমবিবিএস ভর্তি পরীার ফলাফলে যশোর মেডিকেল কলেজে সফলতার সাথে উত্তীর্ণ হয়েও খুশির ছুয়া নেই তার পরিবারে। দেবনাথ হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে তার ভর্তি পড়ার খরচ চালানো নিয়ে শঙ্কিত তার পরিবার । ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কিশোর। কিশোর দেবনাথ যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে। তার বাবা স্থানীয় হাটের ভ্রাম্যমাণ পান বিক্রেতা। মেধাবি কিশোর দেবনাথ যশোর সরকারি মাইকেল মধূসুদন (এমএম) কলেজ থেকে বিজ্ঞান শাখায় এইচএসসি পরীার ফলাফলে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে মেডিকেলে ভর্তির জন্য কোচিং করছিলেন। শুধু এইচএসসি নয়, এর আগে পিইসি, জেএসসি, এসএসসি পরীায়ও গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছেন। কৃতিত্বের সাথে সব ধাপে ভালো ফলাফল অর্জন করলেও তার সেই স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা। কিশোর জানিয়েছেন, ছোটবেলা থেকেই ঢাকা মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল তার। সেইভাবেই প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেই আশা পূরণ না হলেও ডাক্তার হওয়ার ত্রে তৈরি হয়েছে। এ জন্য খুশি সে। সকলের কাছে আর্শ্বিাদ চেয়েছেন কিশোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here