শ্যামনগরে দখলকারীদের হামলায় বৃদ্ধ মহিলা আহত

0
340

স্টাফ রিপোটার: শ্যামনগর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে জোর পূর্বক দখলকারীদের মারপিটে শ্বাশুড়ি ও পুত্রবধূ আহত। শ্বাশুড়ির অবস্থা খারাপ হওয়ায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার সোনামুগারী গ্রামের মৃত. শ্যামলী সরদারের পুত্র জুম্মান সরদার অভিযোগে উল্লেখ করেছেন, সরকারের নিকট থেকে একসোনা ডিসিআর নিয়ে ৫০ শতক জমিতে শান্তিপূর্নভাবে দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছি। এলাকার পরসম্পদ লোভী শান্তিশৃঙ্খলা ভঙ্গকারী মৃত আফেজ গাজীর পুত্র বরকতুল্লাহ, মৃত. আমানত গাজীর পুত্র সিরাজুল ইসলাম ও খলিল গাজীর পুত্র আবু রায়হানসহ তাদের কয়েক সহযোগী দলবদ্ধ হয়ে গতকাল সকাল ৭টায় জোরপূর্বক উক্ত মৎস্য ঘেরের ভেড়ি কাটতে থাকে। এসময় আমার স্ত্রী জহুরা বিবি (৫০) বাধা দিতে গেলে তাকে কিল চড় ও লাথি মেরে মাটিতে ফেলে গুরুতর আহত করে। এসময় আমার পুত্রবধূ রাবেয়া খাতুন ঠেকাতে গেলে তাকেও মারপিঠ করে। আমার স্ত্রীর অবস্থা খারাপ হওয়ায় তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতলে ভর্তি করা হয়। এঘটনায় শ্যামনগর থানায় অভিযোগ হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here