ঝিনাইদহ গার্লস স্কুলের চার ছাত্রীকে অপহরণের চেষ্টা, ইজিবাইক থেকে লাফিয়ে রক্ষা

0
281

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ শহর থেকে স্কুলে যাওয়ার পথে গতকাল মঙ্গলবার অষ্টম শ্রেণীর চার ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছিল এক ইজিবাইক চালক। যানজটের কারন দেখিয়ে স্কুলগামী চার ছাত্রীকে ঝিনাইদহ শহরের নির্জন গলীপথ দিয়ে অজানা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টাকালে সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলন্ত বাইক থেকে লাফিয়ে নিজেদের রা করে ছাত্রীরা। এই অবস্থায় দুর্বৃত্তের ছদ্মবেশধারী ইজিবাইক চালক পালিয়ে যায়। অভিভাবক ও ভুক্তভোগী ছাত্রীরা জানায় গতকাল দুপুর সোয়া ১১ টার দিকে ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ের দিবা শাখার চার ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে একত্রিত হয়ে শহরের এইচএসএস সড়কের কুটুম কমিউনিটি সেন্টারের সামনে থেকে ইজিবাইকে উঠে। ইজিবাইকটি শহরের সুইট মোড় থেকে সরকারী বালিকা বিদ্যালয়ের যাওয়ার পথ ডানে না গিয়ে চালক যানজটের কথা বলে অন্য পথে চালাতে থাকে। চালক দ্রæত পায়রা চত্তর হয়ে সরকারী কেসি কলেজের পাশ দিয়ে গলি রাস্তায় ঢুকে পড়ে। এ সময় ছাত্রীরা চালকের কাছে জানতে চাই কেন সে এই পথে আসলো ? চালক জানায় এই রাস্তা ঘুরে তাদের স্কুলে পৌছে দিবে। কিন্তু চালক এরপর স্কুলের দিকে যাওয়ার পথ ডানে রেখে বায়ে মোড় নিয়ে দ্রæত বাইক চালাতে থাকে। এই অবস্থায় ভীতসন্ত্রস্ত ছাত্রীরা তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে চালক ছাত্রীদের ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর চালক তার বাইকটি মদনমোহন পাড়ার নির্জন গলি পথে নিয়ে যেতে থাকলে এক ছাত্রী বাইক থেকে লাফিয়ে পড়ে। তখন চালক বাইকের গতি কমিয়ে পড়ে যাওয়া ছাত্রীকে দেখার চেষ্টা করে। এ সময় বাকী ছাত্রীরাও বাইক থেফিয়ে পালিয়ে যায়। লাফিয়ে নামতে গিয়ে ছাত্রীরা বেশ কিছুটা আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাইকে থাকা এক ছাত্রী জানায়, তারা যখন লাফ দিয়ে নেমে পড়ার প্রস্তুতি নিচ্ছিলো তখন চালক তার কাছে থাকা একটি ব্যাগ থেকে কিছু বের করার চেষ্টা করছিলো। পরে চার ছাত্রী স্কুলে পৌছে তাদের শ্রেণী শিকিার কাছে সব খুলে বলে। এই ঘটনায় স্কুলের ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে শহরের সিসি ফুটেজ দেখে ইজি বাইক চালককে সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী করেছেন। অনেক অভিভাবক অভিযোগ করেন, রমজান মাসে শহরে লোক সমাগম কম থাকার সুযোগে ওই ইজিবাইক চালক এমন করতে সাহস পেয়েছে। তারা দ্রæত স্কুল বন্ধের দাবী জানান। এ ব্যাপারে ঝিনাইদহ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিকিা (ভারপ্রাপ্ত) লী রানী পোদ্দার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার শ্বাশুড়ীর অসুস্থার জন্য তিনি যশোরে এসেছেন। বিষয়টি তিনি তার স্কুলের অন্য শিকিাদের নিকট থেকে জেনেছেন। তিনি বলেন ঝিনাইদহ ফিরে তার ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্কুলে আসার প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করবেন এবং বিষয়টি প্রশাসনের গোচরে আনবেন বলে জানান। বিষয়টি ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহম্মদ সোহেল রানাকে জানানো হলে তিনি শহরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইজিবাইক ও তার চালককে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here