নরেন্দ্রপুর চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

0
199

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি’র বিতর্কিত প্রধান শিক ও সভাপতি সহকতিপয় দুর্নীতিগ্রস্ত সদস্যদের অনিয়ম, কোচিং বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও তাদের অপকর্মের বিরুদ্ধে সাধারণ মানুষকে কাঁধেকাঁধ মিলিয়ে প্রতিবাদ করায় তেলে-বেগুনে জ্বলছে একটি চক্র। এসমস্ত দূর্ণীতিগ্রস্ত হোতাদের ইন্ধনে অত্র ইউনিয়নের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ এর নামে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার ০৭ এপ্রিল বিকালে রূপদিয়া বাজারে নরেন্দ্রপুর ইউনিয়নের সর্বসাধারণের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ এর নামে ষড়যন্ত্রমূলক বিভিন্ন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। এছাড়াও তারা রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক ও সভাপতি সোহরাব হোসেন এর সিমাহীন দূর্ণীতির প্রতিবাদ করেন। অনতিবিলম্বে দূর্ণীতিগ্রস্থ শিক ও সভাপতির অপসারণের দাবিও জানান। ইতিপূর্বে এই বিতর্কিত শিকের বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ জানানো হয়। এসংক্রান্ত ব্যাপারে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এলাকার সাধরণ মানুষও স্থানীয়ভাবেও প্রতিবাদ মিছিল করেছে একাধিবার। তাদের অবৈধ কোচিং বাণিজ্য ও নিয়োগ বাণিজ্য প্রতিরোধ করার জন্য। উল্লেখ্য ১৯৫২ সালে যশোর জেলার নরেন্দ্রপুর রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি নামে একটি শিাপ্রতিষ্ঠান স্থপতি হয়। দীর্ঘ ৭০ বছরের পথ চলার এই প্রতিষ্ঠান অর্জন করেছিল অনেক সুনাম। কিন্তু ২০১৪ সালের পর সেই সুনামের গ্রাফটি ক্রমান্ময়ে নি¤œমুখি হতে হতে আজ প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়ে। প্রতিষ্ঠানের প্রধান শিক বি.এম জহুরুল পারভেজ ও সভাপতি সোহরাব হোসেনের সীমাহিন দুর্নিতীর কারণে। এই অবস্থা থেকে উক্ত প্রতিষ্ঠানকে রা করতে এলাকার সাধারণ মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানের দারস্থ হয়, চেয়ারম্যান বিষয়টি অনুসন্ধান করে অভিযোগের সত্যতা পেলে উক্ত প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সংশোধন ও প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে পরিচালনার জন্য অনুরোধ করেন। কিন্তু কে শোনে কার কথা! গত ২৯ মার্চ উক্ত শিা প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক ও নৈশ প্রহরী পদে নিয়োগ পরিা নিয়ে অভিযোগ ওঠে, তখন ঘটনাস্থলে হাজির হয়ে এলাকাবাসীর সাথে একত্মতা প্রকাশ করে প্রতিরোধ করেন। তখন নিয়োগ পরীার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তরা পরীা স্থগিত করে দেন। এরই সূত্রধরে তারা চেয়ারম্যান রাজু আহম্মেদের নামে নানা অপপ্রচার শুরু করে, অবৈধ নিয়োগ দিতে না পেরে প্রধান শিক ও সভাপতি মরিয়া হয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকান্ড শুরু করে । মূলত তাদের এসব অবৈধ কাজের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দ্বিতীয় দফা মানববন্ধন করেন নরন্দ্রপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here