বটিয়াঘাটায় ১৫ হাজার ৪২৫ পিচ ইয়াবা উদ্ধার

0
137

বটিয়াঘাটা প্রতিনিধি : কেএমপির হরিণটানা থানা পুলিশ গতপরশু বুধবার রাত সাড়ে আটটার দিকে বটিয়াঘাটা উপজেলার খুলনা-সাতীরা মহাসড়কের জিরোপয়েন্ট কাশেমের চায়ের দোকানের সামনে ১৫ হাজার ৪২৫ পিচ ইয়াবা সহ মাদক কারবারে জড়িত ২ ব্যক্তিকে আট করে আদালতে সোপর্দ করেছে। পুলিশ জানায়, দিনাজপুর জেলার ফুলবাড়ি কানাহারডাঙ্গা এলাকার মৃতঃ ইসহাক আলীর পুত্র আকাশ হোসেন (২০) ও একই জেলার পার্বতী পুর নামপাড়া এলাকার মোঃ আনসার আলীর কিশোর পুত্র জিসান(১৬) সাতীরা থেকে একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে আকাশের কাছে ১০ হাজার ৪ শত পিচ ও কিশোর জিসানের কাছে ৫ হাজার ২৫ পিচ ইয়াবা নিয়ে বটিয়াঘাটার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে থানার ওসির কাছে থাকা গোপন সংবাদ ভিত্তিক নির্দেশে এস আাই মোঃ আশিক রেজা সহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এ ব্যাপারে হরিণটানা থানার মামলা নং-০২,তাং-৭/৪/২২।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here