বিষপানে বৃদ্ধর আত্মহত্যা

0
226

আনিছুর রহমান : মনিরামপুরে ৮০ বছরের এক বৃদ্ধ বিষ পানে মৃত্যু বরন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃদ্ধ আকবার আলী উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের আটঘরা গ্রামের মৃত পাঁচু মিয়ার ছেলে। এ ঘটনায় মনিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মনিরামপুর থানার এসআই আল ইমরান বলেন, বিগত ৩ বছর আগে বৃদ্ধর স্ত্রী মারা যান। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আল ইমরান বলেন, এ ছাড়া স¤প্রতি বৃদ্ধর হার্নিয়া অপারেশন হয়েছিল। ২-৩ দিন পরপর সেখানে তীব্র ব্যাথা অনুভব করতেন তিনি। এসব কারণে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিষপান করেন আকবার আলী। টের পেয়ে ছেলেরা তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধর মৃত্যু হয়েছে। এসআই আল ইমরান বলেন, কোন অভিযোগ না থাকায় স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া বৃদ্ধর মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here