সাংবাদিক পুত্র মাফুজ চান্স পেলো মেডিকেলে

0
313

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর প্রেস কাবের উপদেষ্টা সভাপতি সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপুর ছেলে সরদার মাহফুজুর রহমান মাফুজ রংপুর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার মেডিকেল ভর্তি পরীায় মাফুজ অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার পরীার ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল মোতাবেক মাফুজ কৃতকার্য হয় এবং তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত করেন কর্তৃপক্ষ। মাফুজ এ বছর এইচ এস সিতে জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়েছিল। মাফুজের বাবা সরদার রইচ উদ্দিন টিপু একজন সাংবাদিক ও মা মাকসুদা বিনতে আতাউর একজন স্কুল শিকিা। উল্লেখ্য, মাফুজের বোন নুসরাত জাহান নীশি আর্মি মেডিকেল যশোর সেনানিবাস থেকে ফাইনাল পরীা দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here