সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি বিএম নজরুল ইসলাম মারা গেছেন

0
324

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা-১ ( তালা+কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএম নজরুল ইসলাম সাতক্ষীরা কলারোয়া পৌর সদরের মৃত. রাজাউল্লাহ্ বিশ^াসের ছেলে। তিনি কলারোয়া উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে টানা ৩৭ বছর দায়িত্বপালন করেন। বর্তমানে জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন। ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন। কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ব্যাংকক থেকে ৪০ দিন চিকিৎসা নিয়ে ১৫ দিন আগে বাড়িতে ফেরেন বিএম নজরুল ইসলাম। তার ওপেন হার্ট সার্জারী করা ছিল। গত মঙ্গলবার (৫ এপ্রিল) আকষ্মিক অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখানে বুধবার (৬ এপ্রিল) তাকে ভর্তি করা হয়। আজ বেলা ১২টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আগামীকাল শুক্রবার সকালে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে, সাতক্ষীরার এই আ.লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ (সদর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, কলারোয়া উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here