স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা

0
610

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : অভয়নগর উপজেলার সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক বীরেন্দ্রনাথ বিশ্বাসের পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতি স্বপন সরকার। এসময় যশোর-৪ আসনের বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ধরে রাখতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঠিক সময়ে উপস্থিতসহ শ্রেণিতে আন্তরিকতার সহিত পাঠদান করতে পরামর্শ দেন। এসময় তিনি দেশনেত্রী প্রধান মন্ত্রি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহŸান রেখে উন্নয়নমূলক বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন, সুন্দলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি অধীর কুমার পাঁড়ে, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল লতিফ, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, অভয়নগর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মিল্টন কবিরাজ, মাস্টার মাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. প্রদীপ দে, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি নৃপেন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীরণ কুমার শর্মা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কৃষ্ণ মল্লিক, অভিভাবক সদস্য তপন সরকার, রবীন বিশ্বাস, সনৎ বিশ্বাস, সুজন মল্লিক ও চিত্রা বিশ্বাস, সাবেক ইউপি সদস্য দীপু রানী বর্মন, ইউপি সদস্য শিশির সরকার, বিপ্লব মজুমদার, আজিজুর গাজী ও শিপন মল্লিক, যুগলীগনেতা সোহাগ বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here