বেনাপোলে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ আটক-২

0
248

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫০ বোতল ফেনসিডিলসহ এক চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার (১০ এপ্রিল) ভোর রাত পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে
রমজান মোল্লা (২৬) ও দৌলতপুর দক্ষিণপাড়ার মৃতঃ গোলাম হোসেনের ছেলে ওবায়দুর রহমান ওবায় (২৪)।
ডিবি পুলিশ জানায়, গোপন খবর জানা যায়, এক চিহ্নিত সন্ত্রাসী বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে ডিবির এসআই সোলায়মান আক্কাস টিমসহ গাতীপাড়া সাহাদাৎ এর মোড়ে বেনাপোল বাজার টু দৌলতপুর পাঁকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ রমজানকে আটক করে।
অপরদিকে, ডিবির এসআই শফি আহমেদ রিয়েল টিমসহ বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওবায়দুরকে আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১ লক্ষ টাকা বলে জানায় ডিবি পুলিশ। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার জানান, আটক আসামিদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথকভাবে মামলা রুজু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here