চৌগাছায় গালকাটা মৃতদেহ উদ্ধার

0
220

চৌগাছা প্রতিনিধি :যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার তীরের হাট-কাদিরপাড়া গ্রামের মৃত ইসমাইল তরফদারের ছেলে। তার এক ছেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য হিসেবে কর্মরত। সোমবার সকাল ৮ টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর- সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমির পাশ থেকে গলাকাটা লাশটি উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মৃতদেহটি রাস্তার পাশে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি হেফাজতে নেন। প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবার আরও জানিয়েছে রবিবার রাত ১০টার দিকে সর্বশেষ তার জামাই মোঃ মুন্নার সাথে তার কথা হয়। তারপর থেকে পরিবারের আর কারও সাথে কথা হয়নি। পরে সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়। পুলিশ আরও জানিয়েছে, তার ভাড়ায় চালিত সিটি-১০০ ইন্ডিয়ান পুরাতন মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। সেজন্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই করে তাকে গলাকেটে হত্যা করতে পারে। বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ওসি রূপন কুমার সরকার বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here