নড়াইলে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

0
175

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরের তুলারামপুর দনি পাড়ার মোঃ মষিয়ার রহমানের ছেলে মোঃ তুহিন হোসেনের বসত বাড়ির ঘরে ইলেক্ট্রিক সর্টসার্কিটের কারনে আগুন লাগে। এ আগুনে পুড়ে ছাই হয়ে যায় তুহিনের সাজানো স্বপ্ন।পরনের কাপড় ছাড়া কিছুই রা করা সম্ভব হয়নি। প্রথমে আগুনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেশ্টা করে ব্যর্থ হন। রবিবার ১২টার সময় এবং ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রন করতে সম হয়।কারেন্টের আগুন বিধায় নিয়ন্ত্রনে অনেক টা সময় লাগে।কিন্ত ততনে সব পুড়ে ছাই হয়ে যায়।এবং কয়েক ল টাকার তিসাধিত হয়। সরজমিনে গিয়ে দেখাযায়,অগ্নিদাহ ঘরের পাসের বড় বড় গাছ এবং পাতা পুড়ে গেছে। জানাযায়, তুহিন হোসেনের ব্যবসার টাকা পয়সা, গহনা, দলিল দস্তাবেজ সহ অনেক মুল্যবান জিনিস পত্র আগুনে পুড়ে ব্যাপক তিতে তুহিন এখন নিঃস্ব। তুহিন হোসেনের স্ত্রী এ তি মেনে নিতে পারছেন না। তিনি বারবার মুর্ছা যাচ্ছেন। তুহিন হোসেন সবার নিকট দোয়া প্রার্থী, যেন তাড়াতাড়ি তি কাটিয়ে উঠতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here