মাগুরায় সেনা সদস্যের পরিবারকে চোখ মুখ বেঁধে নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

0
280

স্টাফ রিপোর্টার : মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে শনিবার রাতে এক সেনা সদস্যের বাড়ি থেকে স্বর্ণ অলংকার, নগদ টাকা ও জমিরকাগজপত্র নেওয়ার ঘটনা ঘটেছে। এব্যাপারে সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শারমিন সুলতানা সাংবাদিকদের জানান, রাত আনুমানিক ১টার দিকে একই এলাকার মৃত আনসার বিশ্বাসের ছেলে মোঃ মোজাম্মেল বিশ্বাস ও মোঃ মোফাজ্জেল বিশ্বাসসহ ৫/৬ জন দূর্বৃত্ত কৌশলে আমাদের বাড়ীর ভিতরে প্রবেশ করে। এরপর তারা পূর্ব শত্রæতার জের ধরে আমাকে আদালতে চলমান মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তারা আমাকে এবং আমার শাশুড়ী মনোয়ারা বেগমকে চোখ মুখ ওড়না দিয়ে বেঁধে রেখে ঘরের মধ্য থাকা সোকেচ ভাংচুর করে সোকেচের মধ্য থাকা নগদ ১৭ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেইন ও দেওয়ানী মামলার কাগজ পত্র এবং জমির দলিল পর্চাসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় খুন জখমের ভয়ভীতি দেয়। ওই সময় আমাদের ডাক চিৎকারে প্রতিবেশি মোছাঃ রাহেলা বেগম, মোঃ রবিউল ইসলাম, শিলা খাতুনসহ আরো অনেকেই এসে আমাদের চোখ মুখের বাধন খোলে এবং ঘটনা দেখে৷ এব্যাপারে ওই সেনা সদস্যের স্ত্রী মোছাঃ শারমিন সুলতানা বাদী হয়ে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে অভিযুক্ত মোজাম্মেল বিশ্বাস ও মোফাজ্জেল বিশ্বাসের বক্তব্য নিতে তাদের বাড়ী গিয়ে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে শালিখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ বিশারুল ইসলাম বলেন, উনাদের ঘটনা হলো উনারা আপন চাচাতো ভাই। এদের জমি জায়গা নিয়ে বিরোধ আছে। বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here