কেশবপুর পৌর প্রতিনিধি : কেশবপুরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে রবিবার বিকেলে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউপি সদস্যদের ভোটাভোটের ভিত্তিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার লে পরিষদ কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় ১২ জন নির্বাচিত ইউপি সদস্যদের উপস্থিত থেকে ভোটের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান-১ করা হয়। এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ ও ৩ হয়েছেন যথাক্রমে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সবুর এবং সংরতি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তা বেগম। উল্লেখ্য, গত ০৫ জানুয়ারি সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।














