অভয়নগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডাঃ রিজভী

0
367

মিঠুন দত্ত : যশোরের অভয়নগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে পুনরায় যোগদান করার সংবাদ পেয়ে যোগদানের প্রথম দিন উপজেলার বিভিন্ন পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের ফুলের শুভে”ছায় সিক্ত হয়েছেন গরীবের ডাক্তার খ্যাত চিকিৎসক এস এম মাহমুদুর রহমান রিজভী। বুধবার (১৩ এপ্রিল) সকালে ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভীর পুনরায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে যোগদানের সংবাদ পেয়ে প্রিয় মানুষটিকে দেখতে ও শুভে”ছা জানাতে সকাল থেকেই ফুল হাতে স্বা¯’্য কমপ্লেক্স’র সামনে ভীড় জমাতে শুর“ করে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সামাজিক সংগঠনগুলো। অভয়নগর বøাড ডোনার কাবের মোঃ আল মামুন বলেন , করোনার শুর“ থেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা, পানি বন্ধী মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বা¯’্য সেবা ও পরামর্শ দিয়ে উপজেলার মানুষের হৃদয়ে ¯’ান করে নিয়েছেন ডাঃ রিজভী। করোনা-কালিন করোনা আক্রান্ত রোগীর সেবা করতে গিয়ে নিজেও একাধিকবার করোনা আক্রান্ত হন এই মানুষটি। গত বছরের ১০ অক্টোবরে হঠাৎ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স থেকে চলে যান ডা. রিজভী। তবে তার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি উপজেলার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেজবুকে শুর“ হয় তাকে ফিরে পাওয়ার দাবি এবং সেটা ধারাবাহিকভাবে চলতে থাকে। অবশেষে উপজেলার মানুষের কাঙ্খিত চাহিদা পূরণের ল্েয স্বা¯’্য অধিদপ্তর পুনরায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসাবে তাকে যোগদানের নির্দেশ দেন । অভয়নগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে যোগদানের পর তার অনুভূতির কথা জানতে চাইলে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভী বলেন, আমি অভয়নগরে জন্মেছি। এখানের আলো,বাতাস এই উপজেলার মানুষের ভালবাসায় বড় হয়েছি, এই উপজেলার মানুষের কাছে আমি দায়বদ্ধ। এখানকার প্রতিটা মানুষকে আমার স্বজন বলে মনে হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমি ইতিপূর্বে এখানের মানুষের সেবা করার চেষ্টা করেছি। গত দিন গুলোতে এই উপজেলার মানুষের পাশে যেভাবে ছিলাম আগামীতে’ও সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব।এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি হাসপাতালে স্বা¯’্য কর্মকর্তা হয়ে আশা আর না আশা এটা আমার কাছে বড় বিষয় নয়; আমি আমার মানুষের পাশে যেভাবেই হোক থাকতে চাই। তাদের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। এটাই আমার কাছে বড় পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here