পাইকগাছার গড়ইখালী ইউপিতে ১৪৭৬ পরিবার টিসিবি’র খাদ্য পন্য পেল

0
256

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছার গড়ইখালীতে ২ পর্যায়ে গত দু’দিনে ১৪৭৬ নারী-পুরুষের কাছে নায্য মূল্যের টিসিবি’র খাদ্য পন্য বিক্রয করা হয়েছে। মঙ্গলবার গড়ইখালী ও বুধবার বিকেলে আমিরপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উৎসব মুখর পরিবেশে পরিবার পরিচিত কার্ডধারী নারী-পুরুষের মাঝে ২ কেজি সয়াবিন তৈল,২ কেজি চিনি,২ কেজি মশুরের ডাল ও ২ কেজি সোলা নায্য মূল্যে বিক্রয় করা হয়েছে। এর বিক্রয়কালে উপস্থিত ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিা অফিসার শেখ ফারুক হোসেন,বাইনবাড়ীয়া ক্যাম্প পুলিশের এস আই মনির হোসেন ও আঃ হাই, ইউপি সদস্য বিকাশ চন্দ্র মন্ডল, আব্বাস আলী মোল্ল্যা,মোঃ মোমিন গাজী,অচিন্ত সরদার,গাউসুর রহমান, ডিলার সুভাষ মন্ডল, প্রনব সরদার ও রাজিব সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কম টাকায় টিসিবি’র পন্য পেযে সরকারের প্রতি সাধারন মানুষ খুশি মন্তব্য করে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম,আব্দুস ছালাম কেরু বলেন, ২ পর্য্যায়ে গত দু’দিনে ইউনিয়নে ১ হাজার ৪ শত ৭৬ টি কার্ডে দরিদ্র নারী-পুরুষ খাদ্য পন্য ক্রয় করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here