মহেশপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশকালে আটক ১১

0
241

মহেশপুর(ঝিনাইদহ)অফিস : বুধবার ভোরে মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৫৮ বিজিবি’র অধিনস্ত মাটিলা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার সুন্দরপুর গ্রামে একটি মেহগুনি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৮জন পুরুষ, ২জন নারী ও ১জন শিশু রয়েছে। আটককৃতরা জানায় তাদের বাড়ি গোপালগঞ্জ,নড়াইল,বাগেরহাট,যশোর,সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায়। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here