অভয়নগরে বাংলা নববর্ষ ১৪২৯ এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

0
504

অভয়নগর(যশোর)প্রতিনিধি: অভয়নগরে বাংলা নববর্ষ ১৪২৯ এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়। শোভাযাত্রাটি যশোর খুলনা মহাসড়ক ঘুরে আবার পরিষদ চত্তর এসে শেষ হয়। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সা¤প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে শোভাযাত্রায়। অসা¤প্রদায়িক চেতনার বাংলা বর্ষবরণে বাঙ্গালীর নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। এবারের বর্ষবরণের প্রতিপাদ্য হলো ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’। শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। এসময় বিদ্যালয়ের শিক, শিার্থী ও বিভিন্ন স্থরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। শোভাযাত্রা তারুণ্যের উচ্ছ¡াসের কাছে হার মানে সবকিছুই। ঢাক-ঢোলের বাদ্যের তালে তালে তরুণ-তরুণীদের নৃত্য, হৈ-হুল্লোড় আর আনন্দ উল্লাস মাতিয়ে রাখে পুরো শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রা উপলে সকাল থেকেই আশপাশের এলাকায় মানুষ জড়ো হতে থাকে। তবে গত বছরগুলোর তুলনায় এবার লোকসমাগম কিছুটা কম দেখা যায়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পরনে শোভা পায় লাল-সাদা পোশাক, মাথায় নানান রঙ্গের ফুলের টায়রা। তরুণদের পরনে লাল-সাদা পাঞ্জাবি। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি কলেছের অধ্য রবিউল হাসান, থানার অফিসার্স ইনর্চাজ একেএম শামীম হাসান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুরজহুর মুকুলসহ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here