বেনাপোল থেকে এনামুলহক : বেনাপোল স্হল বন্দরে আবারও অগ্নিকাÐের ঘটনা ঘটেছে।
১৫ এপ্রিল ভোর ৫ টার সময় বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে এ অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততণে এ অগ্নিকাÐের ঘটনায় বন্দরে দাঁড়িয়ে থাকা ৬ টি বিøচিং পাউডার বোঝাই ভারতীয় ট্রাক আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, প্রথমে দেখলাম বিকট জোরে একটা শব্দ হলো। পরে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। আর বিøচিং পাউডারের কারণে এই আগুনের ঘটনা ঘটছে। পানি পড়লেও আগুন ধরে আবার না পড়লেও আগুন ধরে। ফায়ার সার্ভিস বেনাপোলের ইন্সপেক্টর রতন বলেন, কি কারণে অগ্নিকান্ড ঘটেছে তা এই মুহুর্তে বলা সম্ভব না। তদন্ত সাপেে বলা যেতে পারে। বেনাপোল বন্দরের ট্রাফিক পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এগুলো দাহ্য পদার্থ। এতে পানি লাগলে আগুন ধরে যায়। তবে বৃষ্টি হয়নি। অতিরিক্ত তাপমাত্রার কারনে এরকম অগ্নিকান্ড সংঘটিত হতেও পারে। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, স্থল বন্দরে অগ্নিকান্ড সংঘটিত হওয়ার পর ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও অগ্নিনির্বাপক এর কাজ করছে। বেনাপোল স্থল বন্দও এর উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, এর আগেও বিøচিং পাউডার থেকে বন্দরে আগুন লেগেছে, যে কারণে আমরা বন্দরে বিøচিং পাউডার রিসিভ করতে চাইনা। বিøচিং পাউডার বন্দরে রাখা মানে বিপদজনক।















