কালীগঞ্জে কৃষকলীগ নেতাকে ছাত্রলীগ কর্মীর মারধর করার অভিযোগ

0
281

স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে লাবলু রহমান নামে এক কৃষক লীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কাষ্টভাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের অর্থ সম্পাদক লাবলু রহমান। অভিযুক্তরা হলেন- কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মামুন হোসেন ও মমিনুর রহমানের ছেলে দুর্জয় হোসেন। মামুন হোসেন ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, পূর্বে মটরের লাইসেন্স নিয়ে মামুন ও দুর্জয়ের সাথে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তারা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতো। গত ১৫ এপ্রিল রাতে মোবাইলে খুন করার হুমকি দেয়। এরপর রোববার সকালে উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থানকালে মামুন ও দুর্জয় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় গালিগালাজের প্রতিবাদ করায় তারা চোখ,মুখ লক্ষ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এছাড়াও ইট দিয়ে মাথায় আঘাত করে। আঘাতে বাম চোখের নিচে ক্ষতের সৃষ্টি হয়েছে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে জানতে মামুন হোসেনের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, মারধরের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বারবাজার থানার আইসিকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here