স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর আন্দুলিয়া খালপাড়ে রবিউল ইসলাম ভুট্টো নামে এক যুবককে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর ভুক্তভোগি ভুট্টোর ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। রফিকুল নরেন্দ্রপুর গ্রামের মৃত আবু তালেব মোল্লার ছেলে । আসামিরা হলেন, নরেন্দ্রপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু হুরাইরা , জালাল দফাদারের ছেলে সাগর, কাশেম মোল্লার ছেলে রাকিব হোসেন, মুুজিবর গাজীর ছেলে রিপন হোসেন, মতিয়ার মোল্লার ছেলে মানিক , ইনতাজ আলী মোল্লার ছেলে আল আমিন এবং আলতাফ মোল্লার ছেলে রিয়াজুল ছাড়াও অজ্ঞাত আরো ৫/৭জন । রোববার মামলার পর পুলিশ আবু হুরায়রাকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
মামলায় রফিকুল ইসলাম উল্লেখ করেন, গত ৪ এপ্রিল রাত সাড়ে ৯টায় তার ভাই রবিউল ইসলাম ভুট্টো আন্দুলিয়ার খালপাড়ের একটি চায়ের দোকানে যান। পূর্বশক্রুতার জেরে আসামীরা লোহার রড,বাঁশের লাঠি, ধারালো দা.চাকু নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ভুট্টোর উপর ওপর আক্রমন করে। এক পর্যায় তাকে মারপিটে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসালে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়।















