বড়বাজার এক ব্যবসায়ীকে মারপিট ও জখম পাঁচ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

0
411

স্টাফ রিপোর্টার : যশোর শহরের কাপুড়িয়া পট্টি রোডে এক ব্যবসায়ীকে মারপিট দোকানে হামলা, ভাংচুর ও টাকা লুটের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার মামলাটি করেছেন ব্যবসায়ী রনির স্ত্রী পশ্চিম বারান্দিপাড়া কদমতলা এলাকার শোভা পারভীন ।
আসামিরা হলেন, পূর্ব বারান্দী মোল্লপাড়ার মৃত আলী হোসেনের দুই ছেলে স্বচ্ছ শাড়ি বিতানের মালিক হোসেন বাবু ও মনির হোসেন , হোসেন বাবুর ছেলে দিপন হোসেন , মৃত ওলিয়ার ড্রাইভারের ছেলে মিঠু এবং ইউনুছ ।
এজাহারে শোভা পারভীন উল্লেখ করেছেন, তার স্বামী রনির শহরের কাপুড়িয়া পট্টিতে নিউ তাঁত কুঠির নামে কাপড়ের দোকান রয়েছে। ওই দোকানটি আসামি হোসেন বাবুর কাছ থেকে পজিশন ক্রয় করে নেয়া। কিন্তু পরবর্তীতে আসামিরা তার স্বামীকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। গত শনিবার তার স্বামী দোকান বন্ধের প্রস্তুতিকালে আসামিরা লোহার রড, ধারালো চাকু নিয়ে দোকানে ঢোকে এবং এলোপাতাড়ি মারপিট এবং চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়। এ সময় কর্মচারী সুজন ও রাজা ঠেকাতে আসলেও তাদেরকেও মারপিট করে। এক পর্যায় দোকানের ক্যাশবাক্স থেকে চার লাখ টাকা নিয়ে নেয়। চেয়ারসহ ফার্নিচার ভাংচুর করে দুই লাখ টাকার ক্ষতি করে। তার গলাই থাকা ৭৫ হাজার টাকার সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় রনির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এবং ব্যবসায়ীরা এগিয়ে আসলে আসামিরা তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here