মণিরামপুর বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

0
284

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মণিরামপুর বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী বিএড কলেজের সহকারি অধ্যাপক শাহীনুর আক্তার। এসময় প্রধান অতিথি বলেন, একজন মা তার সন্তানের বড় শিক্ষক। মা তার সন্তানকে বাড়িতে যেভাবে শিক্ষা দেন; সন্তান সেখাবে গড়ে উঠে। একজন সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলতে পারিবারিক শিক্ষার বিকল্প নেই। তবে, এক্ষেত্রে শিক্ষকের গুরুদায়িত্ব হলো কোমলমতি শিক্ষার্থীদের খোজখবর রেখে তাকে পরিচর্যা করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বানু, অভিভাবক ফরিদা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here