ঢাকা কলেজের শিার্থীদের ওপর হামলার প্রতিবাদে নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের মানববন্ধন

0
347

নড়াইল প্রতিনিধি: “শিার্থীরা লড়বে,বাংলাদেশ গড়বে” বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যখনই ক্রান্তিলগ্ন এসেছে তখণই ঢাকা কলেজ অগ্রনী ভূমিকা পালন করেছে । সেই ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিার্থীদের ওপর নিউমার্কেটের ব্যবসায়ীদের হামলার ও পুলিশের অবৈধভাবে টিয়ারশেল ও গুলি নিেেপর প্রতিবাদে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের মানববন্ধন অনষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ২১ এপ্রিল) সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের আয়োজনে সাকলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ ছাত্রলীগের নেতারা বলেন , ঢাকা কলেজের শিার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররা জাতির বিবেক। কিছু লোক আছে যারা কিছু হলেই ছাত্রদের ওপর হামলা করে। শিার্থীদের ওপর হামলায় কারা এর মূলহোতা তাদের খুঁজে বের করতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এসময় নড়াইল জেলা ছাত্রলীগের সহ সভাপতি মিঠুন বিশ্বাস রাজু ,সন্দীপ মজুমদার স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক:আলিমিন মোল্যা,নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ববি,সাবেক গণশিা বিষয়ক সম্পাদক: গৌরব ভট্টাচার্য্য,সাবেক উপ গণশিা বিষয়ক সম্পাদক: তীর্থ রয়, উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মোজাহিদ আদনান, সহ সম্পাদক মেহেদী হাসান জনি ,অর্থনীতি বিভাগের সভাপতি: তমাল দাশ ,জয় ,সুজনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা ও কলেজের শিার্থীরা উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here