শাখাঁরীগাতী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত; মান্নান প্যানেলের বিজয়

0
426

রাসেল মাহমুদ: যশোর সদর উপজেলার শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার ২১ এপ্রিল সকাল ১০ টা থেকে শুরু হয়ে একটানা ৪ টা পর্যন্ত যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে ৩টি প্যানেলের মধ্যে ১১৩ টি ভোট পেয়ে আব্দুল মান্নান বিজয়ী হয়েছেন। ৭৬ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শহিদুল ইসলাম এছাড়া ২৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছে আসাদুজ্জামান আসাদ। শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভোটার সংখ্যা মোট ২৫২ টি। নির্বাচনে ২৩২ জন ভোটার অধিকার প্রয়োগ করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- শাখাঁরীগাতী এমএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক হারুন-অর-রশিদ, সহকারী শিকবৃন্দ, নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হাসান, এএসআই আজাদ হোসেন, এএসআই নাসির উদ্দিন সহ একদল পুলিশ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here