মহেশপুর সীমান্তে ৪৪ জন আটক

0
277

জাহিদুল ইসলাম: ঝিনাইদহের মহেশপুরে যাদবপুর ও মাঠিলা সীমান্তে ৪৪ জন কে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবি সুত্রে জানাগেছে গত ২২ এপ্রিল দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির টহল দল কানাইডাংগা গ্রাম নামক স্থান হতে ১ জন দালালসহ ১৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন ফজলে রাব্বি সোহান (২৭), পিতা- এসএম রেজাউল ইসলাম, গ্রাম- শাল্ল্যে, পোষ্ট+থানা+জেলা- সাতীরা, ইলিয়াস মোল্লা (৪৯) পিতা- মৃত হোসেন মোল্লা, গ্রাম- দণিদিহী, পোষ্ট+থানা- ফুলতলা, জেলা- খুলনা, মোঃ নাসিম শেখ (৪৮) পিতা- মোঃ জব্বার শেখ, মোছাঃ রিজিয়া(৪৫), স্বামী- মোঃ নাসিম শেখ, উভয়ের গ্রাম- উত্তরদি, পোষ্ট- পাইগ্রাম, থানা- ফুলতলা, জেলা-খুলনা, মোছাঃ শাহিনুর বেগম(২০), স্বামী- ওদুদ মোল্লা, আবিদ (১৭ মাস), উভয়ের গ্রাম- মদ্যআমুরগুনীয়া, পোষ্ট- জিত্ততারা, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মোছাঃ মিনারা (২৮), স্বামী- আকবর কয়াল, মোজাহিদ (১০), ৯। মোছাঃ হালিমা (০৮), মোঃ মিনহাজুল (০২), পিতা- আকবর কয়াল, গ্রাম- পড়িয়ারডাঙ্গা, পোষ্ট- আকড়া গিলেতরা, থানা- ফুলতলা, জেলা- খুলনা, মোঃ সাইফুল ইসলাম (১৪), পিতা- মৃত দুলাল শেখ, গ্রাম- আমুরবুনীয়া, পোষ্ট- জিত্ততারা বাজার, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, মোছাঃ ফরিদা পারভীন (৩৫), স্বামী- মোঃ ইসানুর গাজী, গ্রাম+পোষ্ট- কাশিমাড়ী, থানা- শ্যামনগর, জেলা- সাতীরা এবং সহায়তাকারী আসারুল ইসলাম (২৮), পিতা- মোঃ বদিয়ার রহমান, গ্রাম- জলুলী, পোষ্ট- জলুলী, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ। অপরদিকে একই দিনে মাটিলা বিওপির টহল দল মাটিলা গ্রাম নামক স্থান হতে দালাল সহ ৩১ জনকে আটক করে। আটকৃতরা হলেন রওশন আরা খাতুন (৩৫), স্বামী মৃত- জাহিদ খান, মোঃ রাশেদুল খান (১৭), মোঃ আশরাফুল খান (১৩), মোঃ আকিদুল খান (১১), গ্রাম- অর্জুনদে, পোষ্ট- ফুলেরপাড়, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, ফিরোজা বেগম (৩০), স্বামী- আজম, পরম (১৬), পাওন (১২), গ্রাম- অর্জুনদে, পোষ্ট- ফুলেরপাড়, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, নাছিমা বেগম (৪৭), স্বামী- মৃত কালাম মৃর্ধা, গ্রাম- বড়কাদুরা, পোস্ট- ফকির বাড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা- খুলনা, মোছা- চম্পা বেগম (৩০), স্বামী- মোঃ রেজাউল গাজী, রাফিয়া নুসরাত (০৩), গ্রাম- বড়কাদুরা, পোস্ট- ফকিরবাড়ী, থানা- মোড়লগঞ্জ, জেলা- খুলনা, লাভলী মোল্লা (৪০), পিতা- মৃত আব্দুল ওহাব মোল্লা, গ্রাম- গোবিন্দনগর, পোষ্ট- মির্জাপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল, মারুদা খানম (৩১), স্বামী- সিরাজুল শেখ, গ্রাম+পোষ্ট- মাউলী (৭৫২১), থানা- কালিয়া, জেলা- নড়াইল, সুমা আক্তার (১৯), পিতা- কালাম ফকির, মরিয়ম (০৩), পিতা- আব্দুর রাজ্জাক মাতাব্বর, শহিদুল ফকির (২৫), পিতা- কালাম ফকির, সিফাত (১০), পিতা- কালামিয়া মাতাব্বর, আবির (০৭), পিতা- রাঙ্গা মাতাব্বর, সকলের গ্রাম- তাপারকান্দি, পোষ্ট- দিগনগর, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ, মুসফিকুর রহমান (২২), পিতা- মোঃ জেলাল উদ্দিন, আসমা খাতুন (২২), স্বামী- মুসফিকুর রহমান, সুমাইয়া খাতুন (০৫), আসিয়া খাতুন (০২), গ্রাম- ওসমানপুর মুন্সিপাড়া, পোষ্ট- বিষ্ণুপুর, থানা- বদরগঞ্জ, জেলা- রংপুর, মুক্তি বেগম (২৮), পিতা- কাজী আব্দুর ওহাব, গ্রাম- রাজঘাট, পোষ্ট- রাজঘাট(৭৪৬১), থানা- অভয়নগর, জেলা- যশোর, জরিনা বেগম (৩১), স্বামী- মহাসীন সানা, গ্রাম- বুইকরা, পোষ্ট- নোয়াপাড়া, থানা- অভয়নগর, জেলা- যশোর, ফারজানা(৩৫), পিতা- মইনুদ্দিন, গ্রাম- বাজনাপাড়া, পোষ্ট-নায়ানগঞ্জ(১৪০০) থানা+জেলা- নায়ায়নগঞ্জ, সজল হালদার (২৫), পিতা- তপন হাওলাদার, গ্রাম+পোষ্ট- আমগ্রাম, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, বাবুল গাজী (৩৩), পিতা-আসাদুল গাজী, গ্রাম- পাচপাড়া, পোষ্ট- সেনেরগাড়ী, থানা-তালা, জেলা- সাতীরা, আরিফুল, ইসলাম (১৯), পিতা-মিজানুর, রহমান, শরিফুল ইসলাম (২৮), পিতা- মিজানুর রহমান, উভয়ের গ্রাম+পোষ্ট- আলীপুর, থানা+জেলা- সাতীরা, লিপন হোসেন (২৮), পিতা-মোঃ তাজুল ইসলাম, আশিক মিয়া (০৫), পিতা- লিপন হোসেন, গ্রাম+পোষ্ট+থানা- লাকাই, জেলা- হবিগঞ্জ এবং নিমাই সাহা (৫০), পিতা- খগেন্দ্র নাথ সাহা, গ্রাম+পোষ্ট-খুলনা, থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনা ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here