নড়াইলে এতিম ও পথচারীদের সঙ্গে ‘স্বপ্নের খোঁজে’র ইফতার মাহফিল

0
267

নড়াইল প্রতিনিধি:এতিম ও পথচারীদের সঙ্গে ইফতার করেছেন নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের খোঁজে’ ফাউন্ডেশনের সদস্যরা। গত কাল সন্ধ্যায় নড়াইল শহরের মুস্তারী কমপ্লেক্সে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শওকত কবির, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ‘স্বপ্নের খোঁজে’ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ফয়সাল মুস্তারী, সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক শাহ পরানসহ সংগঠনের সদস্যরা। ইফতার মাহফিলে দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতিম, পথচারী ও অতিথিসহ ১৮০জনের আয়োজন করা হয়। উল্লেখ্য ,নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন ২০১৭ সালের ১৪ ফেব্রæয়ারি থেকে সমাজে পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে কাজ করছে। এছাড়া ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শিক্ষা আলোর ছড়িয়ে দিচ্ছে। করোনাকালীন সময়েও অসহায় মানুষের পাশে ছিল সংগঠনটি। কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের ২০ ডিসেম্বর ‘জয় বাংলা ইয়ুথ পুরস্কার-২০২১’ অর্জন করে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here