ঈদ উপহার নিয়ে গেলেন ইউএনও

0
303

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছার অসুস্থ পাঁচ মুক্তিযোদ্ধার বাড়িতে ঈদ উপহার পৌছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলার আন্দুলিয়া, মান্দারতলা, রাজাপুর, বড়আন্দুলিয়া ও সাঞ্চাডাঙ্গা মাঠপাড়া গ্রামের পাঁচ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে অসুস্থ এসব মুক্তিযোদ্ধাদের শরিরের খোঁজ খবর নেন এবং তাঁদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, সিমাই, চিনি, গুড়ো দুধ, মসুর ও ছোলার ডাল ইত্যাদি পৌছে দেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বাড়িতে গিয়ে শারিরিক অসুস্থতার বিষয়ে খোঁজ খবর নেয়ায় এসব মুক্তিযোদ্ধারা আপ্লুত হয়ে পড়েন। একইসাথে উপজেলার বিভিন্ন গ্রামে, চৌগাছা কওমী মাদরাসায় এবং চৌগাছা বাজারের ভাস্কর্য মোড়ে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here