চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের দেয়া ঈদ উপহার পেল প্রয়াত সাংবাদিক ও অসুস্থ হকার

0
241

চৌগাছা(যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবের উদ্যোগে সদ্য প্রায়াত সাংবাদিক রেজাউল ইসলাম এবং ব্রেন স্টোকে আক্রান্ত পত্রিকা পরিবেশক (হকার) শফি উদ্দিনের বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। শুক্রবার ২৭ রমজান সকালে যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা প্রবীন সাংবাদিক মরহুম রেজাউল ইসলামের বাড়িতে পৌছান চৌগাছা রিপোর্টার্স কাবের সভাপতি দৈনিক লোকসমাজ পত্রিকার চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুরুল ইসলাম মিন্টুর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ প্রেসকাব ও রিপোর্টার্স কাবের দেয়া ঈদ উপহার রেজাউল ইসলামের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। দৈনিক গ্রামের কাগজের চুড়ামনকাটি স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, চৌগাছা রিপোর্টার্স কাবের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাবেক সভাপতি বাবলুর রহমান, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সাংবাদিক রেজাউল ইসলাম সাগর, ইমাম হোসেন সাগর, আব্দুল গনি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এরপর বেলা ১১ টার দিকে সাংবাদিক নেতৃবৃন্দ যান চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের হুদা ফতেপুর গ্রামে শফিউদ্দিনের বাড়িতে। ব্রেন স্টোকে আক্রান্ত মারাত্মক অসুস্থ্য শয্যসয়ী শফিউদ্দিনের খোজ খবর নেয় সাংবাদিক নেতৃবৃন্দ। এরপর শফি উদ্দিনের ছেলের হাতে তুলে দেয়া হয় ঈদ উপহার। উল্লেখ্য, মরহুম সাংবাদিক রেজাউল ইসলাম যশোর সদরের বাসিন্দা হওয়া সত্বেও দিনের বেশির ভাগই সময় তিনি চৌগাছায় অতিবাহিত করতেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি চৌগাছা প্রেসকাব ও রিপোর্টার্স কাবে দায়িত্বশীল পদে থেকে অত্যান্ত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের ১৫ তারিখে তিনি হৃদরোগে আ্রকান্ত হয়ে মারা যান। অপরদিকে শফিউদ্দিন চৌগাছার পত্রিকা পাঠকদের কাছে অত্যান্ত পরিচিত একটি মুখ। দেশ স্বাধীনের পর হতে তিনি এই পেশায় যুক্ত হন। রোদ বৃষ্টি, হরতাল অবরোধ সব কিছু উপেক্ষা করে তিনি পাঠকের বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সময়মত পৌছে দিয়েছেন পত্রিকা। প্রায় ৪ বছর ধরে সে ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই বলাচলে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। এরই মধ্যে ২০২১ সালের আগষ্ট মাসে তার সহধর্মীনি চলে যান না ফেরার দেশে। ১৮ বছর বয়সের এক ছেলে আর ৫ বছরের এক মেয়ে সন্তান শয্যাসয়ী পিতাকে নিয়ে নিদারুন কষ্টে দিন পার করছে। প্রেসকাব ও রিপোর্টার্স কাবে পক্ষ হতে ঈদ উপহার হাতে পেয়ে আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন দুই ভাই বোন। এ সময় পিতার চিকিৎসার জন্য সাংবাদিকদের মাধ্যমে সমাজের বৃত্তবানদের কাছে তারা সহযোগীতা প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here