এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি :বর্ষবরণ উপলক্ষে মাটির শানুক ভরে পান্তা-ইলিশের স্বাদে মন ভরে তৃপ্তি সহকারে খেলেন হাজারো মানুষ। মঙ্গলবার যশোরের কেশবপুরে বাংলা নব-বর্ষ উপলক্ষে ব্যতিক্রম এ আয়োজন করেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি। পান্তা ভাত ও ভাজি ইলিশের সঙ্গে শানুকে কাঁচা মরিচ ও পেঁয়াজ পেয়ে একই কাতারে বসা শিশু, কিশোরসহ বৃদ্ধ-বৃদ্ধারা পর্যন্ত খুঁশিসহকারে বৈশাখের ব্যতিক্রম এ আয়োজনে মুগ্ধ হয়ে উঠেন। শানুক ভরা পান্তা ভাতের সঙ্গে ইলিশের স্বাদ নিয়ে অনেকেই বলতে থাকেন এ আয়োজনে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ যেন বৈশাখের আনন্দে উদ্দেলিত হয়ে উঠেন।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের উদ্যোগে এ ব্যতিক্রম আয়োজনে কেশবপুরের সর্বস্তরের মানুষ অংশ নেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে মধুমেলার পাশাপাশি কেশবপুরের পাবলিক ময়দানের বৈশাখি মেলা জাঁগজমক ভাবে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদের মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক হোসাইন মোহাম্মদ ইসলাম, সদস্য শেখ মনিরুজ্জামান মনি, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ. যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ। পহেলা বৈশাখে রমজান থাকায় শাহীন চাকলাদার রমজান ও ঈদুল ফিতরের পরে কেশবপুরের সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানোর ঘোষণা দেন। তারই ফলশ্রুতিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বসাধারণকে পান্তা-ইলিশ খাওয়ানো হয়।
উপজেলার মূলগ্রামের বাসিন্তা আব্দুস সামাদ (৫০) শানুক ভরা পান্তা ভাত, ইলিশ ভাজির স্বাদ পেয়ে বলেন, অনেক দিন মাটির শানুকে পান্তা ইলিশ খাওয়া হয়নি। আজ (মঙ্গলবার) কেশবপুরের এমপি সাহেবের উদ্যোগে নেওয়া এমন ব্যতিক্রম অনুষ্ঠানে এসে মাটির শানুকে ইলিশ-পান্তার স্বাদ পেয়ে আনন্দে বলেন ছোট কালে মায়ের হাতে শানুকে ভাত খেয়েছি। আজ শানুক ভরা পান্তা ভাতে ইলিশ, কাঁচা ঝাল ও পেঁয়াজ খাওয়ার সময় সেই ছোট কালের কথা মনে হচ্ছিল। সাথে যেন মায়ের মুখও সামনে ভেসে আসছিল।
উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ হাসানের নেতৃত্ব কৃষকলীগের নেতা-কর্মীরা পান্তা-ইলিশ পরিবেশনে সহযোগিতা করেন।
বিকেলে কেশবপুর পৌরসভা চত্বরে বৈশাখ বরণ উপলক্ষে এক মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।















