ঝাঁপায় শত্রুতা করে কৃষকের ফলন্ত পটলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0
251

সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে এক কৃষকের পটল ক্ষেত থেকে পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ মে-২০২২) দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১১ মে-২০২২) সকালে কৃষক শরিফুল ইসলাম ক্ষেতে যেয়ে কাটা গাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন। ক্ষতিগ্রস্থ কৃষক শরিফুল ইসলাম জানান- পটলের চারা রোপন করা থেকে শুরু করে এই পর্যন্ত ১৫ কাঠা জমিতে প্রায় ১৫-২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন গাছে ফুল-ফল আসতে শুরু করেছে এবং পটল উঠানোর সময়। ঠিক সেই সময় শত্রুতা করে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা আমার ১৫ পটল ক্ষেতের ৬ কাঠা জমির সমস্ত পটলের গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার ক্ষতি হয়েছে প্রায় ২৫/৩০ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ কৃষক আরও বলেন- ক্ষেতের পটলের কেটে দে’য়ার আমার অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় উপসহকারি ভগীরত চন্দ্র বলেন- ঘটনাটি খুব দুঃখ জনক। একজন কৃষকের এমন ক্ষতি করা ঠিক না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here