বেনাপোল বন্দরে কর্মবিরতী প্রত্যাহার করেছে ব্যবসায়ীরা

0
243

বেনাপোল থেকে এনামুলহকঃ বন্দর কর্তৃপক্ষ বন্দরে জায়গাও ক্রেন,ফর্কক্লিপ বৃদ্ধিসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতিতে ১৭ মে থেকে ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ডাক কর্মবিরতী প্রত্যাহার হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ আগামী ১৫ দিনের মধ্যে ক্রেন,ফর্কক্লিপ ও দু মাসের মধ্যে অনান্য সমস্যা সমাধান করতে ব্যর্থ হলে আবারো কর্মবিরতী ডাকবে বলে জানিয়েছেন ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি।
সোমবার দুপুরে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে আমদানি পণ্য খালাসকারী ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সাথে সমঝতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এসময় বন্দর ব্যবহারকারী অনান্য বাণিজ্যিক সংগঠনের নেতা কর্মী এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বন্দরের দূর্বল অবকাঠামোয় বাণিজ্য বিঘ্নিত হওয়ায় সমাধানের দাবিতে পণ্য খালাস থেকে বিরত থাকতে ১৭ মে থেকে কর্মবিরতি ডাক দিয়েছিল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি।
বেনাপোল বন্দরের উপপরিচালক(ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ১৫ দিনের মধ্যে ক্রেন,ফর্কক্লিপের সমাধান ও ২ মাসের মধ্যে অনান্য সমাস্যার সমাধান করার সিদ্ধান্ত গ্রহন হয়েছে। আশা রাখছি নিদিষ্ট সময়ের মধ্যে একাজ সম্পূর্ণ হবে।বেনাপোল হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী ওহিদুজ্জামান বলেন, বন্দর কর্তৃপক্ষ বন্দরে উন্নয়ন কাজের অগ্রগতির যে প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত তা বাস্তবায়ন করবে আশা রাখছি।
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সেক্রেটারী আজিম উদ্দীন গাজী বলেন, নিরাপদ বানিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয় ক্রেন,ফর্কক্লিপ ও সহ অনান্যেঅবকাঠামো উন্নয়ন করবে বন্দর কর্তৃপক্ষের এমন প্রতিশ্রুতিতে কর্মবিরতি আপাতত তুলে নেওয়া হয়েছে। তবে আগামী ১৫ দিনের মধ্যে ক্রেন,ফর্কক্লিপ ও দু মাসের মধ্যে অনান্য সমস্যা সমাধান করতে ব্যর্থ হলে আবারো কর্মবিরতী ডাকা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here