চৌগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন

0
541

রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচীর উদ্ভোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্ভোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, জেলা এ এসপি (ক-সার্কেল) বেলাল হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা,প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ এম ফিরোজ প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এরপর উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here