কলারোয়ায় অভ্যন্তরীন বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

0
276

এম,এ সাজেদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২২ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার(১৯ মে) সকাল ১১ টায় খাদ্যগুদাম চত্বরে ওই কার্যত্রমের উদ্বোধন করা হয়। বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইললাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুর রহমান, নবাগত খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভিন, উপজেলা রাইস মিল সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সহ সভাপতি আব্দুল হাকিম, সাধারন সম্পাদক রফিক মোল্যা, সাংবাদিক এমএ সাজেদ, সাংবাদিক আরিফ চৌধুরী,ব্যবসায়ী তরিকুল ইসলাম, সাহেব আলী সহ সূধি ও ব্যবসায়ীগণ। উল্লেখ্য, অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২২’র লক্ষ্যে ১৬২৬ মেঃ টন ধান ও ১২৫৯ মেঃ টন চাউল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here