ফুলতলায় পরোয়ানার দশ আসামি গ্রেফতার

0
282

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত দশ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ফুলতলার তাঁজপুর গ্রামের মৃত- আঃ সাত্তার গাজীর স্ত্রী রিজিয়া বেগম তার পুত্র মোঃ খায়রুল ইসলাম বাবুল, রাড়ীপাড়া গ্রামের মোঃ মোশারফ হোসেনের পুত্র মোঃ মাসুদ রানা শেখ, গাড়াখোলা কারিকরপাড়া গ্রামের মৃত- ইমান আলী বিশ^াসের পুত্র মোঃ আব্দুল কুদ্দুস বিশ^াস, ও একই এলাকার রজব আলী বিশ^াসের পুত্র মোঃ শরিফুল ইসলাম ও মৃত- মজিদ মোল্যার পুত্র মোঃ মফিজুর মোল্যা। যুগ্নিপাশা গ্রামের মোঃ সাখাওয়াত হোসেনের পুত্র শেখ সাজ্জাদ হোসেন সাকিব, পায়গ্রামকসবা গ্রামের এস এ ওয়াদুদ মোল্যার পুত্র মোঃ মমিতু হাসান সুমন, জামিরা পশ্চিমপাড়া এলাকার কিতাব্দি বিশ^াসের পুত্র মোঃ হানিফ বিশ^াস, আলকা গ্রামের হাবিবের পুত্র শেখ সুলতান। আদালতে পরোয়ানা থাকায় আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় বলে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াস তালুকদার জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here